পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত বাকচা ৮ নম্বর অঞ্চলের গোড়ামহাল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় ময়নার বাকচা উত্তাল হয়ে উঠেছিল। ২০২৩ এর ১ মে গোড়ামহাল এলাকায় নিজের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে খুন হতে হয়েছিল বিজেপির বুথ সভাপতিকে।
এই খুনের ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্তের ভার গিয়ে পৌঁছায় এনআইএ এর হাতে। ৩৫ জনের নামে এফ আই আর হয়।

বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় ময়নার বাকচা থেকে একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করে এনআইএ ।সূত্রের খবর বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের অভিযুক্ত তৃণমূল নেতা বুদ্ধদেব মন্ডলকে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করে এনআইএ। বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় প্রায় ১৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছিল এনআইএ।

ফের গোপন সূত্রে খবর পেয়ে বুদ্ধদেব মন্ডল নামে বিজয়কৃষ্ণ খুনে অভিযুক্তকে গ্রেফতার করে। ৩৫ জনের মধ্যে গ্রেফতার হল মোট ১৭ জন অভিযুক্ত। যদিও এখনও বেশকিছু অভিযুক্ত এখনও অধরা রয়েছে।যদিও তাঁদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে এনআইএ।





