প্রতি বছর অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসাবে পালন করা হয়। সেই দিকে নজর রেখে মানুষের মধ্যে বিশেষত মহিলাদের মধ্যে স্তনের ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে উদ্যোগী হল লায়ন্স ক্লাব অফ কন্টাই এবং কিশোরনগর সুস্বাস্থ্য কেন্দ্র তথা ইউ পি এইচ সি ২ ।

সরকারি ও বেসরকারী এই যৌথ উদ্যোগে বৃহস্পতিবার একটি ব্রেস্ট ক্যান্সার সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় কিশোরনগর সুস্বাস্থ্য কেন্দ্র ইউ পি এইচ সি টুতে ।

সচেতনতা শিবিরে লায়ন্স ক্লাব অফ কন্টাইয়ের তরফে স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি উৎপল কান্তি প্রধান।
ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন ডা: নন্দিতা পট্টনায়ক , স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: নাদিম হোসেন এবং ডা: অনুতোষ পট্টনায়ক।এই শিবিরের ব্যবস্থাপনায় ছিলেন রাজকুমার দুয়ারী।

শিবির শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন কাঁথি লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অশোক কুমার সাহু ।





