Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

‘সাংস্কৃতিক অনুষ্ঠান- আবৃত্তি প্রতিযোগিতা ।

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির টিকাশির পূর্বতল্লা ফাইভ স্টার সংঘের পরিচালনায় জগন্নাথ দেবের রথযাত্রা এবং মনসা মায়ের পূজা উপলক্ষে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ, ‘সাংস্কৃতিক অনুষ্ঠান- আবৃত্তি প্রতিযোগিতা একাঙ্ক নাটক,সেনা জওয়ানদের সংবর্ধনা সভা -রথ প্রতিযোগিতা ও পুরস্কার সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

প্রায় ৩০ জন সেনা জোয়ানদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এলাকায় প্রথম এই উদ্যোগে-উপস্থিত ছিলেন টিকাশি গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুপর্ণা হাজরা , সমাজসেবী জি কে কলেজ অফ এডুকেশনে কর্মকর্তা শংকর দাস- নাট্যকার ধীরেন্দ্রনাথ প্রধান -সমাজসেবী শ্যাম দাস -শিবু দাস -বাদল চন্দ্র ভূঁইয়া প্রমুখ। সভাপতিত্ব করেন ডা: নরেন্দ্রনাথ প্রধান।ক্লাবের সভাপতি দেবাশীষ গোল ও সম্পাদক বাবলু গিরি  সব্বাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় শিক্ষক সুশীতবরণ পড়িয়া।

Related News