রেশন ও বার্ধক্য ভাতা পাচ্ছেন না ১০৫ বছরের বৃদ্ধ। জানা গেছে হলদিয়ার কিসমতশিবরাম নগরের বাসিন্দা গণেশচন্দ্র বেতাল সরকারি কোন সুযোগ সুবিধা পাননি বলে অভিযোগ করেন। এই অভিমানে তিনি ভোট দিতে নারাজ।
অভিযোগ তিনি বার্ধক্য ভাতা পাননি এবং বয়সজনিত কারণে হাতের ফিঙ্গারপ্রিন্ট মিলে না তাই রেশন তুলতে পারে না বলে অভিযোগ। তিনি বহু জায়গায় অভিযোগ জানিও কোন সুরা পাননি। কারণে তিনি ভোট দিতে নারাজ।

Post Views: 18