Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

BREKING – বকেয়া টাকা চেয়ে এগরা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ ঠিকাদারদের ।।

প্রদীপ কুমার মাইতি:-কাঁথির পর এবার এগরা পুরসভা। দীর্ঘ ১৫ বছর ধরে বকেয়া বিলের দাবিতে এগরা পুরসভার সামনে অবস্থান ও বিক্ষোভ দেখাল পুরসভার ঠিকাদারেরা ।

এ দিন এগরা পুরসভার গেটের সামনে পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন পুরসভার ঠিকাদারেরা৷

অভিযোগ, পুরপ্রধানের নির্দেশে কাজ করার পরেও মেলেনি টাকা। বারবার প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে দরবার করেও ঠিকাদারদের আজ পর্যন্তও সমস্যার কোন সুরাহা হয়নি। শুধুই মেলে আশ্বাস।

কিন্তু দুর্ভোগ আর কমেই না। পুজোর মরসুমে ঠিকাদারেরা খুবই সমস্যায় পড়েছেন। তাদের দাবি, ঋণ ধার করে ও বাড়ির সোন গহনা বন্ধক রেখে এবং ব্যাঙ্ক থেকে লোন করে টাকা নিয়ে বহু কাজ করেছেন। অভিযোগ,টাকা প্রদানে উদাসীন পুর প্রধান।

আগামী দিনে বকেয়া টাকা না মিললে বৃহওর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন ঠিকাদারেরা।

এ প্রসঙ্গে, ফোনে এগরার পুরপ্রধান স্বপন নায়েকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “এই বিষয়টি আমার জানা নেই। আমার কাছে লিখিত কোন নোটিশ দেয়নি তারা। আমি বাইরে আছি। টাকা অনুমোদন না হলে সরকার কোথা থেকে তাদের টাকা দেবে । তারা ওর্য়াক ওর্ডার ও ট্রেন্ডার ছাড়াই কাজ করেছেন। আগের বোর্ডে তারা কাছ করে গেছেন তার কোন ডকুমেন্টস নেই। সেই পরিপ্রেক্ষিতে আমি এখন কী বলবো। তিনি ঠিকাদারিদের অবস্থান ও বিক্ষোভ প্রসঙ্গে আরও জানিয়েছেন তারা অবস্থান বিক্ষোভ করুক তাতে আমার কিছু যায় আসে না”।

Related News

Also Read