Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

।। পঞ্চায়েতের পরে হ্যফ প্যান্ট পরবে আর লোকসভার ভোটে পর উলঙ্গঃজ্যোতির্ময় কর ।।

“গত বিধানসভায় দম গেছে। পঞ্চায়েতে পর হ্যফ প্যান্ট পরবে। আর লোকসভার ভোটে পর উলঙ্গ।” শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের নির্বাচনী জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে এই ভাষাতেই তাঁকে আক্রমন করলেন
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর।

কয়েকদিন আগে পটাশপুর ২ নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতে সভা করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তার পালটা এদিন মথুরা গ্রাম পঞ্চায়েতের লালুয়া বুথে তৃনমূলের প্রার্থীদের সমর্থনে সভা হয়।সেই সভায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা
হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর ছাড়াও এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল জেলা পরিষদ প্রার্থী গোলকেশনন্দ গোলকেশনন্দ গোস্বামী,
পঞ্চায়েত সমিতির প্রার্থী দুর্গাপদ পাহাড়ী সহ অন্যান্যরা।

জ্যোতির্ময় কর বলেন যারা এক সময় মানুষের উপর অত্যাচার করেছে,ছেলের রক্ত মাখা ভাত মায়েদের খাইয়েছে সেই হার্মাদেরা এখন বিজেপির মিত্র।এর পরেই শুভেন্দুর নাম না নিয়ে বলেন একজন এই হার্মাদদের নিয়ে কপালে তিলক কেটে করতাল নিয়ে বড় সনাতনী সাজতে রাস্তায় নেমে পড়লো।আরে রামকে ভেক ধরতে হয়না।ও গত বিধানসভায় দম পেয়ে গেছে।পঞ্চায়েতে পর হ্যফ প্যান্ট পরবে। আর লোকসভার ভোটে পর উলঙ্গ হয়ে ঘুরবে। জ্যোতির্ময় কর বলেন ওরা ভেবেছিলো পঞ্চায়েত নির্বাচন কয়েক দফায় হলে তাদের আশ্রিত গুন্ডা
দুষ্কৃতিদের এলাকায় এলাকায় নিয়ে যাবে।সেই গুড়ে বালি পড়ে যেতেই মাথায় হাত পড়ে গেছে

Related News

Also Read