ইন্দ্রজিৎ আইচ :- শ্যামনগর রবীন্দ্রভবনে ইচ্ছাপুর আলেয়ার নতুন নাটক ড্রিমল্যান্ড । এই নাটকের বিষয় সমুহ হলো “লোভে পাপ, পাপে মৃত্যু”—এই প্রচলিত প্রবাদের জীবন্ত ছবিই হল ইছাপুর আলেয়ার নবতম প্রযোজনা ‘ড্রিম ল্যান্ড’। মানুষের মনের মধ্যেকার লোভকে কাজে লাগিয়ে কীভাবে হাতের পুতুল বানিয়ে নিয়ন্ত্রণ করছেন এক অদৃশ্য নিয়ন্ত্রক —সেই পুতুল নাচের ইতিকথাই বর্ণিত হয়েছে। নাটকের মূল উপজীব্য বিষয়ই হল মানব জীবনে লোভের ভূমিকা। যার সুযোগ নিচ্ছেন কিছু ক্ষমতা সম্পন্ন কর্তাব্যক্তিরা। আসলে সাধারণ মানুষের মধ্যে প্রাথমিক চাহিদাকে পেরিয়ে গিয়ে অতিমাত্রায় লালসাকে ইঞ্জেক্ট করে, সেই চাহিদা বৃদ্ধিকেই স্বাভাবিক করে তোলা হচ্ছে। সমাজের সেই ছবিই ধরা পড়েছে ‘ড্রিম ল্যান্ড’-এ।
মানুষ ভুলে যাচ্ছে সে সঙ্গে করে কিছু নিয়ে আসেনি, নিয়ে যেতেও পারবে না। আর সেখান থেকেই সুখে থাকার বাসনায় প্রথম সে সঞ্চয় করে প্রয়োজনে কিন্তু পরে আরও চাহিদা বৃদ্ধির ফলে সে অতিরিক্ত সম্পদ অধিকার করতে চায়। তখনই তার মধ্যেকার ভাবনা দুষিত হয়। সে অন্যকে ঠকিয়েও হলেও সম্পদশালী হতে চায়। আর এই খেলায় মেতে থেকেই একদিন জীবনের কাছে ঠকে যায়। তারই জীবন্ত আখ্যান হল ‘ড্রিম ল্যান্ড’।
এই নাটকে নেপথ্যে যারা আছেন যেমন মঞ্চ নির্মানে অরুণ মণ্ডল আলোক পরিকল্পনা জয়ন্ত মুখোপাধ্যায় ,
আলোক প্রক্ষেপনে বিট্টু বিশ্বাস
আবহ ভাবনায় রাজকুমার সাহা
কোরিওগ্রাফিতে সমিত দাস
রূপসজ্জায় অলোক দেবনাথ
বাদ্যযন্ত্র তে তাপস চক্রবর্তী
পোশাক পরিকল্পনায় চৈতালি মৌলিক
মঞ্চোপকরনে সুমিতা মজুমদার
প্যারোডি ও প্রযোজনা নিয়ন্ত্রনে সত্যব্রত দে বিশেষ মুন্সিয়ানা দেখিয়েছে।
মঞ্চ নাটক ও নির্দেশনায় আছেন সঙ্গীতা চৌধুরী।অভিনয় করেছে
সময়িতা নন্দী, অভীপ্সা চক্রবর্তী, সত্যব্রত দে, রোহন দাস, রুপম শীল, অর্পিতা শর্মা, ঈপ্সিতা গুহ, সুজন ঘোষাল, কাঞ্চন কুমার, শ্রীজিৎ পাঁজা, কৌশিক কুন্ডু, তপোবিভা বরুয়া , বাসুদেব রায়, নিবেদিতা চক্রবর্তী, চৈতালী মৌলিক, সুমিতা মজুমদার।