Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

হলদিয়া পেট্রোকেমিক্যালসের অনুসারী শিল্প কারখানার উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুরে তানবীর আফজল।

যাকে দিয়ে কারখানার উদ্বোধন হল,সেই উদ্বোধকের নাম নেই ফলকে !ঘটনাটা সামনে আসতেই বিড়াম্বনায় পড়েছে কারখানা কর্তৃপক্ষ ।এই নিয়ে মুখ খুলতে রাজী হয়নি কেউ ।ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার।

মঙ্গলবার সকালে
প্রদীপ প্রজ্জ্বলন করে দুর্গাচক থানা এলাকার রঘুনাথচকে হলদিয়া পেট্রোকেমিক্যালস এর এক অনুসারী শিল্প কারখানার উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক তানবীর আফজল। কারখানার প্রবেশপথেরও ফিতে কাটলেন তিনি। অথচ উদ্বোধনী ফলকে নাম ছিল না জেলাশাসকের। অথচ ফলকে সংস্থার ২ জন উচ্চ পদস্থ আধিকারিকের নাম ছিল। কেন জেলাশাসকের নাম উদ্বোধনী ফলকে নেই, তার কোন উত্তর মেলেনি কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে।

জেলাশাসক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কে. সুধীর, হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার নভনীত নারায়ণ এবং এ্যডপ্লাস কেমিক্যালস এন্ড পলিমার্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অশোক কুমার ঘোষ।


অনুসারী শিল্প কারখানা ‘এডপ্লাস কেমিক্যালস এন্ড পলিমার্স প্রাইভেট লিমিটেড’ নামে এই কারখানাটিতে উৎপাদন হবে – অত্যন্ত উন্নতমানের একটি পলিমার। দি চ্যাটার্জি গ্রুপ প্রাথমিক পর্যায়ে ৫০ কোটি টাকা দিয়ে এই কারখানাটি তৈরি করেছেন। এই কারখানাটি দূষণমুক্ত কারখানা হবে বলে কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে। ২০২২ সালে কারখানাটির শিলান্যাস করা হয়েছিল।

Related News

Also Read