এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে সরকার কিংবা তৃণমূল কংগ্রেসের উপর কোনো প্রভাব পড়বে না বলে দাবি করলেন রাজ্যের কারিগরী শিক্ষামন্ত্রী হুমায়ুন কবির ।
তমলুকের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তিতে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা মন্ত্রী হুমায়ূন কবির।সেই অনুষ্ঠানে রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রও উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কারিগরি শিক্ষা মন্ত্রী হুমায়ূন কবির বর্তমান শিক্ষাব্যবস্থায় দুর্নীতি নিয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর দুর্নীতি নিয়ে শিক্ষাব্যবস্থায় কিংবা আগামী ভোটে কোনো প্রভাব পড়বেনা।বলেন কোন একজন কিংবা দুইজনের খারাপ কাজের জন্যে পুরো সিস্টেম খারাপ হতে পারেনা।অর্থ নয় মেধার গুরুত্ব সবসময় আছে ।তৃনমূল সরকারের আমলে যেভাবে শিক্ষার পরিকাঠামো পরিকাঠামো গড়ে উঠেছে, ছেলে- মেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে,নিয়োগের সুযোগ পাচ্ছে ৭৫ বছরে এই সুযোগ পশ্চিমবঙ্গের মানুষ পায়নি।
বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তম্রলিপ্ত মেডিক্যাল কলেজের ১০০ আসনের অনুমতি পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান সেচমন্ত্রী।