বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল রামনগরে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের মহাকাল বাসস্ট্যান্ডের কাছে রামনগর – এগরা রাজ্য সড়কের ধারে সাবিত্রাপুর দক্ষিণ সংসদ এলাকার ঘটনা।
গ্রামবাসীদের একাংশের অভিযোগ, সাবিত্রাপুর দক্ষিণ মৌজায় পুকুর ভরাট করে মাটি পাচার করা হচ্ছে প্রকাশ্য দিবালোকেও। গ্রামবাসীদের দাবি, ভূমি ও ভূমি সংস্কার দফতরের বৈধ অনুমোদন ছাড়াই প্রকাশ্যে দিবালোকেও চলছে এই বেআইনি কাজ। অথচ স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনিক আধিকারিকদের কোন অনুমোদন ছাড়াই চলছে অবৈধভাবে মাটি পাচার৷
এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিরুদ্ধ মন্ডল জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। তবে এটা সম্পূর্ণভাবে বেআইনি। আমি এ বিষয়ে কিছু জানি না।
তবে ফোনে যোগাযোগ করা হলে রামনগর ২ ব্লকের বিডিও অখিল মন্ডলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। কিন্তু ব্লক প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।