Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

বাবা সাহেব আম্বেদকর জন্মদিন পালন করলো এদিন কাঁথি শহর এসসি, এসটি ও ওবিসি সেলের তৃণমূল সেলের উদ্যোগে

ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষ যা স্বাধীনতার ৭৫ বছর পরেও মানুষের মননে ভারতবর্ষের প্রতিটা নাগরিকের। সংবিধানের উপর আস্থা-বিশ্বাস রেখে এগিয়ে চলেছে সংবিধানের স্রষ্টা বাবা সাহেব আম্বেদকর জন্মদিন পালন করলো এদিন কাঁথি শহর এসসি, এসটি ও ওবিসি সেলের তৃণমূল সেলের উদ্যোগে, শহরের প্রাণকেন্দ্রে সেন্ট্রাল বাসস্ট্যান্ড-সহ একাধিক জায়গা ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক জনপ্রতিনিধি সহ সব ধর্মের মানুষ মিলিত হয়ে সাড়ম্বরে আম্বেদকরের ১৩৫ তম জন্মবার্ষিকী পালন করেন। তারপর বি আর আম্বেদকরের গলায় পুষ্পার্গ নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য জানানোর পাশাপাশি জন্ম দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, কাঁথি শহর তৃণমূল এসসি-এসটি ও ওবিসি সেলের সভাপতি দুলাল বর, বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুস সাত্তার, হরিসাধন দাস অধিকারী, ইমরান আলি খান, শেখ ইরসাদ, রহমত আলি সাহা, চিত্ত মাইতি প্রমুখ।

Related News

Also Read