Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

রামনগরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস,আহত ১৫

পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের রামনগর থানার ঠিকরা পেট্রল পাম্পের কাছে বৃহস্পতিবার রাত্রি ১০টা নাগাদ একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়লো বাস।

এই বাসটি কলকাতা থেকে দিঘার দিকে যাচ্ছিলো। এই ঘটনায় ১৫জন বাস যাত্রী আহত হয়েছেন। রামনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় দিঘা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।


সেই সঙ্গে সাময়িক তৈরী হওয়া যানজট মুক্ত করেন।দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে আটক করে। চিকিৎসার পর বর্তমানে আহতরা ভালো আছেন। কোনো রকম গুরুত্বর আহত হয়নি।

Related News

Also Read