বাংলার মুকুটহীন সম্রাট দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ১৪৫তম জন্মজয়ন্তীতে খেজুরীর মুকুটশীলা বিবেকানন্দ যুব সংঘের আয়োজনে ২২তম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুকুমার ভক্তা, প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রাক্তন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য ও কবি বিমান কুমার নায়ক, খেজুরী -১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষা ও অবসরপ্রাপ্তা শিক্ষিকা রাজবালা খাটুয়া, হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েত সদস্য নিখিল কুমার বর্মণ, অশোক কুমার গিরি, পরিবেশকর্মী সমরেশ সুবোধ পড়িয়া এবং সংঘের কর্মকর্তাগণ৷

অতিথিগণের বক্তব্যে স্বামীজীর আদর্শে দীক্ষিত সংঘের বছরব্যাপী কর্মকান্ড, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের স্বদেশপ্রেম ও স্বাধীনতা আন্দোলনে অগ্রগণ্য ভূমিকার প্রতি শ্রদ্ধা নিবেদন, রক্তের প্রয়োজনীয়তা, রক্তদান মহানদান, রক্তদাতাদের মহানদাতা উল্লেখ এবং মহতী উদ্যোগকে স্বাগত ও সফলতা কামনা করে সংঘ কর্তৃপক্ষকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

মহিলা ও পুরুষ উভয়ের উপস্থিতি লক্ষ্যণীয়, প্রায় চল্লিশজন রক্তযোদ্ধা রক্তদান করেন৷ অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন সোমশংকর বেরা৷ শিবিরের সাফল্যে সংঘের সভাপতি ও সম্পাদক সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷





