Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

কুলঠা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নিরঙ্কুশ ভাবে জয় লাভ করল তৃণমূল কংগ্রেস।

খেজুরি এক ব্লকের বীর বন্দর অঞ্চলের কুলঠা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নিরঙ্কুশ ভাবে জয় লাভ করল তৃণমূল কংগ্রেস।    আজ টানটান উত্তেজনার মধ্যে বীরবন্দর অঞ্চলের কুলঠা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এ ১২টি আসনের সবকটিতেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। এই সমবায় ভোট নিয়ে উত্তেজনা ছিল। তাই বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

ভোট গণনার শেষে দেখা যায় তৃণমূল কংগ্রেস মনোনীত বারো জন প্রার্থী জয় লাভ করেছে। জয়ী প্রার্থীরা হলেন অসীম কুমার দাস, নিত্যরঞ্জন করণ, সুকুমার মন্ডল, অসীম কুমার মন্ডল, জয়দেব দাস, শংকরী বেরা, ফরিদ আলী খান, বাদল বিহারী পাল, মন্টু কুমার শীট, শক্তিপদ দাস ও সমরেশ ধান্দা।প্রার্থীরা বিজয়ী হওয়ায় সমবায় অভিনন্দন জানিয়েছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিমান কুমার নায়ক, খেজুরি ১ ব্লক সমবায় সেলের সভাপতি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মমরেজ আলী, অঞ্চল সভাপতি নওশেদ আলী, খেজুরি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা নায়ক সহ-সভাপতি জালাল উদ্দিন খান।

Related News