সৈকত শহর মন্দারমনিতে খালের ধারে এ সময়ক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় আতংক ছড়ালো।
পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি কোস্টাল থানার অধীন কালা কাঠপুল বাজার এর কাছে ঘন জঙ্গলের মধ্যে খালের ধারে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করলো পুলিশ।

ঘটনা জানা যায় স্থানীয় ব্যক্তি খালের ধারে কাঁকড়া ধরতে যাওয়ার সময় গভীর জঙ্গলে এই মৃতদেহ দেখতে পায়। পরে মান্দারমনি কোষ্টাল থানায় খবর পাঠায় স্থানীয় লোকজন।
জানা গেছে মৃতদের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ।। দেহটি দুতিন দিন আগে কেউ ফেলে দিয়ে গেছে বলে স্থানীয় মানুষের ধারণা।কেউ বা কারা তাকে খুন করে খালের ধারে ফেলে দিয়ে যায়। যদিও বা এখনো এই যুবকের পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ।

Post Views: 72





