প্রদীপ কুমার মাইতি:-এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড়।সোমবারই প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। স্থায়ী রাজ্যপাল নিয়োগ না হওয়া অবধি ধনখড় এর জায়গায় আপাতত দায়িত্ব দেওয়া হল মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে। নয়া রাজ্যপালকে ট্যুইটে শুভেচ্ছা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ট্যুইটে লেখেন ‘পশ্চিমবঙ্গের অতিরিক্ত রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য মণিপুরের রাজ্যপাল শ্রী লা গণেশনজীকে অভিনন্দন৷ বিরোধীদলীয় নেতা হিসাবে, আমি আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আপনাকে আমার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিতে চাই।
উল্লেখ্য যতদিন না বাংলায় স্থায়ী কেউ রাজ্যপাল নিযুক্ত হচ্ছেন ততদিন লা গণেশনই মণিপুরের পাশাপাশি বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাবেন বলে জানা গেছে।