বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই ২৩-র পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া জাতীয় কংগ্রেস। ইতিমধ্যেই বুথে বুথে জোরকদমে সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে দেখা গিয়েছে।
রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জুমকি অঞ্চল কংগ্রেস কমিটির উদ্যোগে চাটলাতে সাংগঠনিক সভা করলো জাতীয় কংগ্রেস। রাজ্যের শাসকদলকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কংগ্রেস। এদিন জাতীয় কংগ্রেসের তরফে বুথে বুথে জনসংযোগ কর্মসূচীর বার্তা দেওয়া হয়।
পাশাপাশি পঞ্চায়েত ভোটে জোট না করে একলা চলার কথা ঘোষণা করা হয়। এদিন সভায় বিপুল সংখক মানুষের সাড়া পাওয়া নিশ্চিতভাবে কংগ্রেস শিবিরের জন্য অত্যন্ত সদর্থক বলে মনে করছে তাঁরা। আগামীদিনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ নানা দাবী নিয়ে সরব হতে চলেছে কংগ্রেস শিবির। নেতৃত্বে ছিলেন এগরা ১ ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ জানা, জুমকি অঞ্চল কংগ্রেসের সভাপতি আসাবুল সাহা, এগরা ২ ব্লক কংগ্রেসের সভাপতি চন্দন মাইতি, স্বপন দে,, বাদল সাউ, সুকুমার রাউল, তপন সেন, বিপিন খাটুয়া, আফসানা বিবি, সালেমা বিবি, হাতেমা বিবি প্রমূখ।