খেজুরী বিধানসভাতে ছয়টি লাইব্রেরী থাকলেও তাঁর মধ্যেই একটি মাত্র খেজুরী দুই ব্লকে। নানা টানাপোড়েনের মাধ্যমে তৎকালীন জেলা পরিষদ সদস্য জ্যোতি পাত্র সহযোগিতায বলাকা পাঠাগার লাইব্রেরী তৈরী হযেছিল

এছাড়াও খেজুরী দুই ব্লকে বেসরকারী ভাবে লাইব্রেরী থাকলেও পরোক্ষ ভাবে সরকারি সাহায্যে লাইব্রেরী হল এটাই প্রথম। পঞ্চাশ বছর পরে এমনই লাইব্রেরী খেজুরী গ্রাম পঞ্চায়েতের নিজস্ব বিল্ডিং শুরু হযেছে। পঞ্চায়েত তাঁর নিজস্ব টাকা সহযোগিতায বই কিনে দেওয়ার আশ্বাস দিযেছেন। এছাড়াও প্রশাসনিক সকল রকম সাহায্য করবেন কথা দিযেছেন।

উজান এর সকল সদস্য-সদস্যারা শিশুদের মোবাইল মুখী থেকে বই মুখী করার প্রয়াসে অবিরত চেষ্টা করবেন অঙ্গীকার বদ্ধ হযেছেন। এদিনের পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান কালিপদ মন্ডল উপ প্রধান সাযনী গিরি, সমাজসেবী সমীর মন্ডল, সৌগত বেরা, শমীক পন্ডা, অরিজিত কামিলা প্রমুখ।





