Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে আইপ্যাক যোগের অভিযোগ শুভেন্দুর

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সঙ্গে ‘যোগসাজশ’ রেখে কাজ করার বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু অভিযোগ তুলেই ক্ষান্ত হলেন না,সেই সাথে সমস্যা সমাধানের জন্যে দিলেন ৭ দিনের ডেডলাইন, কাজ না হলে নন্দীগ্রাম থানা ও এসপি অফিস অভিযানের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু।

বৃহস্পতিবার নন্দীগ্রামের হরিপুরে সাংবাদিক বৈঠক থেকে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক।সেই সাথে তাঁর দাবি তাঁদের দলের নেতাকে দলবদলে রাজি করাতে না পারায় তাঁর ছেলেকে ভিলেজ পুলিশের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।উল্লেখ্য এই ঘটনাটিই গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত।

পুলিশ সুপারের বিরুদ্ধে শুভেন্দু আরও গুরুতর অভিযোগ করেন, নন্দীগ্রাম থেকে ন’জন সিভিক ভলান্টিয়রকে শুধুমাত্র ‘হিন্দু হওয়ার কারণে’ অন্যান্য থানায় বদলি করে দেওয়া হয়েছে।

এই বিষয়ে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বা জেলা পুলিশ প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Related News

Also Read