Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে রক্তদান

রক্তের সংকট মেটাতে শিল্পনগরী হলদিয়ায় বামফ্রন্টের শ্রমিক সংগঠন সি আই টি ইউ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রচন্ড গরমের কারণে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে, সেই কারণে প্রায়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৯তম জন্মদিন স্মরনের উদ্দেশ্যে মুমূর্ষ রোগীদের জীবন বাঁচানোর জন্য হলদিয়ার গিরিশ মোড়ে রক্তদান শিবিরের আয়োজন। এই শিবিরে ৫০ জন স্বেচ্ছায় রক্ত দান করলেন । হলদিয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে। এই অনুষ্ঠানে আয়োজক সংস্থার তরফে রক্ত দাতাদের একটি করে স্মারক ও একটি করে চারাগাছ দিয়ে সম্বর্ধনা জানানো হয়েছে। এ দিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন সিনিয়র চিকিৎসক ও সমাজসেবী অরুণ মিত্র ।

তিনি জানান, প্রচণ্ড গরমে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তবে একফোঁটা রক্তের বিনিময়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সিআইটিইউ সাধারণ সম্পাদক সুব্রত পন্ডা, অচিন্ত্য শাসমল, লক্ষ্মী সামন্ত প্রমূখ। প্রায়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৯তম জন্মদিনে আর প্রতিকৃতিতে বামফ্রন্টের নেতৃত্বগন মাল্যদান করেন। সাধারণ সম্পাদক সুব্রত পন্ডা বলেন,শুধু রক্তদান শিবিরে সীমাবদ্ধ নয়, সারাবছর শ্রমিক সংগঠন সি আই টি ইউ নানান সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত থাকে।

Related News

Also Read