ইন্দ্রজিৎ আইচ :- শিশির মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেলো ” তুমি নব নব রূপে এসো প্রাণে ” এই নামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।উদ্বোধনী নৃত্যের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়।
নৃত্য পরিবেশন করে সৃজনী কলা চক্র ও কলতান। অনুষ্ঠানে প্রথম পর্বে ছিলো কথায় ও গানে রবীন্দ্রনাথ।১২ টি রবীন্দ্র সঙ্গীত গেয়ে শোনান সঞ্জিত বাগ। তার কণ্ঠে গানগুলি শুনতে ভালই লাগে।

কথায় ছিলেন পৃথা নস্কর।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো ।স্বরনে ও মননে হেমন্ত মুখোপাধ্যায় । হেমন্ত মুখোপাধ্যায় এর জনপ্রিয় সাতটি গানে নৃত্য পরিবেশন করেন সৃজনী কলা চক্রের ছাত্রছাত্রী বৃন্দ। সঙ্গীত ও পাঠে ছিলেন সঞ্জিত বাগ ও পৃথা নস্কর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুরকার সপ্তক, সঞ্জয় মজুমদার ও নন্দিনী ভৌমিক। সঞ্চালনায় ছিলেন কৌশিক সেনগুপ্ত। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সৃজনী কলা চক্রের প্রধান পৃথা নস্কর।






