Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

আজ কেমন যাবে আপনার

মেষ রাশি

 

বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি। ঋণশোধ হতে পারে।

বৃষ রাশি

 

কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভাল হবে। ভ্রমণে সমস্যা বাড়তে পারে, একটু সাবধান থাকুন।

 

মিথুন রাশি

 

অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। গুরুজনদের সদুপদেশে কর্মে উন্নতি।

 

কর্কট রাশি

 

ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি।

 

সিংহ রাশি

 

কাজের চাপ বাড়তে পারে। বন্ধুর দ্বারা ব্যবসায় উন্নতি।

 

কন্যা রাশি

 

সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। প্রেমে কষ্ট বাড়তে পারে।

 

তুলা রাশি

 

সব কাজেই সুনাম পেতে পারেন। ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

বৃশ্চিক রাশি

 

স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে। কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে।

 

ধনু রাশি

 

প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে। গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন।

 

মকর রাশি

 

শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে।

 

কুম্ভ রাশি

 

কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে। ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রংশ হতে পারে।

 

মীন রাশি

 

বাড়িতে অশান্তির আশঙ্কা, সেই কারণে আপনার মানহানি হতে পারে। আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে।

Related News

Also Read