দলের বিরুদ্ধে যে যে অভিযোগ তুলেছিলেন,সেটার বা সেই গুলোর নিষ্পত্তি হল কিনা জানা না গেলেও বিদ্রোহে ইতি টানলেন প্রলয় পাল।পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল।গত বৃহস্পতিবার বিজেপির তমলুক সাংগঠনিক জেলার নতুন জেলা কমিটি গঠন হয়।তারপরে শুক্রবার আচমকা সোস্যাল মিডিয়ায় পোস্ট করে রাজনীতিকে বিদায় জানানোর কথা ঘোষনা করেন এই বিজেপি নেতা।তাঁর মনে হয়েছে দলের ক্ষতি হয়ে যাচ্ছে।দলে থেকে দলের ক্ষতি হয়ে যাওয়া দেখতে পারবে না বলে রাজনীতি থেকে সন্ন্যাস নেবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
তারপর ৪৮ ঘন্টা কাটতে না কাটতে সব বিদ্রোহ ফুস হয়ে গেল প্রলয় পালের !রবিবার নিজের ঘোষনা নাকচ করে ১৮০ ডিগ্রী ডিগবাজি প্রলয়ের।
তিনি থাকছেন এবং বিজেপিতেই থাকছেন বলে
রবিবাসরীয় সকালে রীতিমতো সাংবাদিক বৈঠক করলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি। অভিমান করে তিনি রাজনীতি থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বললেন প্রলয়।কিন্তু সেই অভিমান কতটা কাটলো কিংবা আদৌ কাটলো কিনা বললেন না প্রলয়।
এদিন প্রলয় পাল বলেন,দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলাম। রাজনীতি করতে এসে অত্যন্ত দুঃখ পেয়েছিলাম। যখন দুই শতাংশ ভোট ছিল, সেই সময় থেকে বিজেপি করছি। কিন্তু কোথাও যেন মনে হয়েছিল চোখের সামনে এভাবে দলের ক্ষতি দেখার চেয়ে মৃত্যু অনেক ভালো। আবেগতাড়িত হয়ে ওই পোস্ট করেছিলাম।এমন নির্বিষ বিদ্রোহে প্রলয় পাল কিংবা বিজেপির লাভ বা লোকসান হল কিনা সেটাই সময় বলবে।







