মঙ্গলবার সকালে সাপের কামড় খেয়ে মৃত্যু হল এক ব্যাক্তির।আক্রান্ত ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে এলেও চিকিৎস্যায় দেরী হওয়ায় ব্যাক্তিটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।ঘটনাটি ঘটেছে কাঁথি ১ ব্লকের মজিলাপুর গ্রাম পঞ্চায়েতের ভুঁয়াপাদা গ্রামে।

এদিন সকালে ওই গ্রামের বাসিন্দা উত্তম জানা (৭২) কে সাপে কামড় দেয়।উত্তম বাবুর নাতি জানিয়েছে বিশ্বকর্মা পুজোর দিন ওই সাপটিকে বাড়িতে দেখা গেছিল। সেদিন তারা ওই সাপটিকে মারার জন্য চেষ্টা করলেও মারতে পারেনি। একটি গর্তে ঢুকে গেছিল সাপটি। গর্তের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল সেদিন। সাপটিকে আঘাত করেছিল উত্তম বাবু। আজ ওই সাপটি একটি ঘরের ভিতর বাক্সের নিচে লুকিয়ে ছিল।

সকালে ঘরের মধ্যে গিয়ে পানের বরোজে দেওয়ার জন্য ওষুধ বার করতে গেলে সাপটি ছোবল দেয় উত্তম বাবুকে। মৃতের পরিবারের অভিযোগ তারা উত্তম বাবুকে হাসপাতালে নিয়ে গিয়ে সাপ কেটেছে বলে জানালেও রক্ত পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোন চিকিৎসার শুরু করেনি।চিকিৎস্যা শুরুতে দেরী হওয়ায় কিছু পরে উত্তম বাবুর মৃত্যু হয়





