প্রদীপ কুমার সিংহ
এ কি কান্ড,এবার গেলো খোদ তৃণমূল কাউন্সিলর এর ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই। সেই কাউন্সিলর এইবার তো মাথায় হাত। কি করবে ভেবে পাচ্ছে না।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এস আই আর প্রক্রিয়া। এর মধ্যেই নতুন বিতর্ক বারুইপুর পুরসভায়। ২০০২ ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের।

তাঁর নাম তাপস ভদ্র। তিনি ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।তিনি বাসিন্দা বারুইপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের। এলাকার বাসিন্দাদের ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তিনি দেখেন অবাক কান্ড ২০০২ ভোটার তালিকায় তাঁর নাম নেই। তাপস ভদ্রের অভিযোগ, আমি দীর্ঘ দিনের কাউন্সিলর। কিন্তু আমারই নাম নেই। নতুন করে আবার ভোটার তালিকায় নাম তুলতে হবে। আমি এই ব্যাপারে বারুইপুর বিডিও এর কাছে অভিযোগ করেছি। কাউন্সিলর তাপস ভদ্র এর অভিযোগ, ২০০২ সালের ২ ও ১৩ নম্বর ওয়ার্ডের প্রায় ১০০ জনের নাম ভোটার তালিকায় নেই।কেন এমন হবে? কেন্দ্রীয় চক্রান্ত এর শিকার আমি। কাউন্সিলর এর নাম নেই বাসিন্দাদের কাছে কী করে জবাব দেবো ভাবছি। তুমি আরো বলেন আমার ওয়ার্ডে প্রায় ১০০ জনের মতো নাম বাদ গেছে। এই ব্যাপারে এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কে জানিয়েছি। তবে তিনি বারবার বলেন আমরা জনপ্রতিনিধি আমাদের নাম না থাকলে সাধারণ মানুষ কি চোখে দেখবেন আমাদের?





