Select Language

[gtranslate]
২রা অগ্রহায়ণ, ১৪৩২ সোমবার ( ১৭ই নভেম্বর, ২০২৫ )

গ্রামীণ চিকিৎসকদের স্থায়ী নিয়োগের দাবিতে ডেপুটেশন

গ্রামীণ চিকিৎসকদের সুনির্দিষ্ট কোর্স ও সিলেবাস অনুযায়ী বিজ্ঞানভিত্তিক ট্রেনিং এর বন্দোবস্ত করে সার্টিফিকেট প্রদান এবং সরকারি স্বাস্থ্য পরিষেবায় স্থায়ীভাবে নিয়োগের দাবীতে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া(পি.এম.পি.এ.আই.)কোলাঘাট ব্লক শাখার উদ্যোগে আগামীকাল ৩১ শে ডিসেম্বর কোলাঘাটের অভিনন্দন লজে চতুর্থ ব্লক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই সম্মেলনে উপস্থিত থাকবেন অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা প্রাক্তন সাংসদ ডাঃ তরুন মন্ডল,সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের কোলাঘাট ব্লক কমিটির কার্যকরী সভাপতি নারায়ন চন্দ্র নায়ক,সংগঠনের জেলা কমিটির সম্পাদক রামচন্দ্র সাঁতরা প্রমূখ। অ্যাসোসিয়েশনের ব্লক কমিটির সভাপতি মোজাফফর আলী খাঁন এক প্রেস বিবৃতিতে জানান, ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে দুই শতাধিক গ্রামীণ চিকিৎসক সম্মেলনে যোগদান করবেন। সম্মেলন থেকে উপরোক্ত দাবীতে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

Related News

Also Read