প্রদীপ কুমার সিংহ :- আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু জায়গায় কর্মীরা প্রার্থী হয়েছেন। মনোনয়নপত্র জমা দিয়েছে।
অভিযোগ মনোনয়ন জমা দেওয়ার পর থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের প্রার্থীদের ভয়ে দেখাচ্ছে। বারবার মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এমনকি
হুমকি দিচ্ছে মেরে ফেলার জন্য।
সেই অভিযোগ নিয়ে মঙ্গলবার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার কাছে প্রদেশ কংগ্রেসের রাজ্য নেতৃত্ব আসে এবং পুলিশ সুপারের কাছে একটি ডেপুটেশন জমা দেন ।
সেই সঙ্গে সুপার এর অফিসের সামনে বিক্ষোভ দেখান। সেই ডেপুটেশন জমা দেওয়ার পর প্রদেশ কংগ্রেসে দক্ষিণ ২৪ পরগনার সম্পাদক বলেন যারা ভয় দেখাচ্ছে বিশেষ
করে ক্যানিংয়ের দুই একজন বিধায়ক তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আমাদের প্রার্থীর সুনিশ্চিত নিরাপত্তা দিতে হবে।
