এস টি এফ এর বিশাল বাহিনী এগরা থানার কুদির কাছে অভিযান চালিয়ে অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার রুখে দিল। ২ কুইন্টাল ৪০ কেজি গাজা উদ্ধার সহ পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করে সাফল্য অর্জন করলো। অভিযোগ পাচারকারীরা মাছের খাওয়ার ভর্তি পিকআপ ভ্যানে এবং মারুতি প্রাইভেট গাড়িতে গাঁজা পাচারের সময় কুদির কাছে ধরে ফেলে এস টি এফ এর টিম। সোমবারও মঙ্গলবার অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। গাঁজা উদ্ধারের পাশাপাশি এক চালক সহ পাঁচজনকে গ্রেফতার করেছে এস টি এফ বাহিনী। অভিযোগ এই পথে উড়িষ্যা থেকে গাঁজা পাচার হয় কলকাতা শহরে। এই খবর জেনে সক্রিয় হয় এস টি এফ টিম। সেই কারণে তারা অভিযান চালায় আজ বুধবার অভিযুক্তদের তমলুকের নারকোটিক আদালতে তোলা হয়।
এসটিএফ টিম ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত করে দেখছে এই পাচার চক্রের বিস্তার কত দূর। এর সঙ্গে যুক্ত আর কারা আছে। তাদেরও গ্রেপ্তারের জন্য তৎপর হয়েছে এসটিএফ টিম বলে সূত্র মারফত জানা গেছে।






