আজ হেঁড়িয়া রেলস্টেশনে দুটি বকুল ও একটি বটবৃক্ষ রোপণ করা হয়৷ উপস্থিত ছিলেন বৃক্ষমিত্রা তনুশ্রী কর জানা, শিল্পী অনিন্দ্য সেন, শিক্ষক কিংকরপদ জানা, পরিবেশপ্রেমী সমরেশ সুবোধ পড়িয়া, কবি প্রদীপ শাসমল, বৃক্ষপ্রেমী সন্দীপ, ছাত্রী ত্র্যক্ষরা ও স্থানীয় মানুষজন৷
সবাই পাঁচটি করে গাছ লাগান, নিজে বাঁচুন এবং অপরকে বাঁচান৷


Post Views: 61





