ভোগপুর ‘মহান লেনিন মৃত্যু শতবর্ষ উদযাপন প্রস্তুতি কমিটি’র আহ্বানে আজ ৭ জানুয়ারী ভোগপুর বিদ্যাসাগর প্রাইমারী এডুকেশন সেন্টারে এক মহতী সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার ছাত্র-যুবক সহ বাম মনস্ক বহু মানুষজন উপস্থিত ছিলেন। এই সভায় বক্তব্য রাখেন, পূর্ব মেদিনীপুর জেলা লেনিন মৃত্যুশতবর্ষ উদযাপন কমিটির সদস্য সুজিত মাইতি,নারায়ণ চন্দ্র নায়ক। সভা থেকে রবীন্দ্র নাথ দিন্ডাকে সভাপতি, সুজিত রায়কে সম্পাদক করে ১৫ জনের ‘মহান লেনিন মৃত্যু শতবর্ষ উদযাপন কমিটি’ গঠিত হয়।
আগামী দিনে এই কমিটির উদ্যোগে মহান লেনিনের চর্চা যেমন হবে, সেই সঙ্গে ২১ জানুয়ারি শহীদ মিনার ময়দানের সমাবেশে যাওয়ার বিষয়েও আলোচনা হয়।
Post Views: 14