Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। ঋনের টাকা শোধে অপারগঃনিলাম রুখতে পতাকা নিয়ে বিক্ষোভে বিজেপি ।।

বন্ধকীকৃত ভূমি নিলামে বিক্রয়ের প্রতিবাদে নন্দীগ্রামে তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের সামনে বিক্ষোভ দেখালো বিজেপির।

উল্লেখ্য কয়েকদিন আগেই ব্যাংকের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছিল ভূমি বন্ধক রেখে যারা ঋণ নিয়েছিলেন এবং ঋণ পরিশোধ করতে পারেননি তাদের বন্ধকীকৃত ভূমি ১৬/২/২০২৩ বৃহস্পতিবার অর্থাৎ আজ বেলা দুটোর সময় নিলাম হবে।


বিজেপির পক্ষ থেকে ঋণ গ্রহণকারী কৃষকদেরকে তাদের বন্ধকী জমি নিলামের প্রতিবাদে এবং তাদের ঋণের টাকা পরিশোধ করার সময় বাড়ানোর দাবিতে অর্থাৎ তারা যাতে ঋণ পরিশোধ করতে পারে তার জন্য জমি নিলাম না করে তাদের সময় দিতে হবে, সেই দাবিতে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড সংলগ্ন তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের সামনে প্রতিবাদ কর্মসূচি করা হয়।



বিক্ষোভ প্রদর্শন করার পরে ব্যাংক ম্যানেজারেরই দাবি জানানোর পরে বিজেপির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয় ব্যাংক ম্যানেজার জমি নিলাম করা বন্ধ করছেন এবং পরবর্তীতে তারা যাতে টাকা পরিশোধ করতে সুযোগ পান সেই ব্যবস্থা ম্যানেজার করবেন।

Related News

Also Read