পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাহারগ্রাম এলাকার পাঁশকুড়া স্টেশন বাজার লাগোয়া এক ব্যবসায়ির ফল আড়তের গোডাউনের মধ্যে আচমকাই আগুন লাগে। সকাল ১১ টা নাগাদ আগুন লাগলে পুড়ে ভষ্মীভূত হয়ে যায় ফলের গোডাউনটি। সকালে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় মানুষজন এবং ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় কোনো রকম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, পরে পাঁশকুড়ার দমকলকে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কোনরকম আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কারো কোনো ক্ষতি না হলেও বহু মূল্যের দামি জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন লাগার কারণটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় বলে জানা গেছে।


Post Views: 21