রবিবার পবিত্র ঈদে গাদীর উদযাপন উপলক্ষে এপিএসসি ফুড প্রাইভেট লিমিটেড-এর আয়োজনে এবং কাউন্সিলর আলেম আলী খানের উদ্যোগে কাঁথি দারুয়া রাস্তায় পথচলতি সাধারণ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রায় ১৫০০ মানুষের হাতে এই খাদ্যসামগ্রী প্যাকেট তুলে দেওয়া হয়।
প্রতিটি প্যাকেটে ছিল ফুটি ও জলের বোতল, কেক, বিস্কুট, আপেল,খেজুর সহ নানান খাদ্যদ্রব্য।
আলেম আলি খানের এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সেক রাহেদ উদ্দিন, তবরেজ উদ্দিন আহমেদ, শেখ সাবুল, আনোয়ার আলি খান, শেখ মুস্তফা উদ্দিন, সেক আব্দুল কাদের, শেখ মুক্তার আলি, শামসুদ্দিন রহিম, শেখ হাসান আলি, শোভন মাইতি, সেক আনাস উদ্দিন, ইসলাম আলী খান সহ অন্যান্য বিশিষ্ট উপস্থিত ছিল
কাউন্সিলর আলেম আলি খান বলেন ঈদে গাদীর শান্তি, ঐক্য ও মানবতার বার্তা বহন করে। সেই উপলক্ষে এমন একটি জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছি আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চলবে।