নিষিদ্ধ বাজির বিরুদ্ধে জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশি লাগাতার অভিযানে বিপুল পরিমাণ শব্দবাজি,মশলা সামগ্রী উদ্ধার, গ্রেফতার ৯ জনের বেশি অভিযুক্ত। কাঁথি সহ জেলা জুড়ে অভিযানে উদ্ধার ৩ টনের কাছাকাছি সামগ্রী।বিপুল বাজি উদ্ধারেও বিপাকে জেলা পুলিশ,নষ্ট করতে খরচ করতে হচ্ছে গেঁটের কড়ি!বিগত বেশ কয়েক বছরে এগরার খাদিকূল,পাশকুড়া, কোলাঘাট মহিষাদল এ বিভিন্ন সময়ে ভয়াবহ বাজি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন বহু নিরিহ মানুষ।নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযানে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।বিগত কয়েক দিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার উদ্যোগে একাধিক জায়গায় এই নিষিদ্ধ বাজি উদ্ধারের অভিযান চলছে। অভিযান ও তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির কাঁচামালও উদ্ধার করেছে পুলিশ। দারোয়ান নিষিদ্ধ বাজি প্রায় তিন পনেরো বেশি এবং এই অভিযানে এখনও পর্যন্ত মোট ৯জনকে গ্রেফতার করা হয়েছে। তবে জেলা পুলিশ সূত্রে খবর এই ধরনের অভিযান নিরন্তর ভাবে চলবে।
জানা গিয়েছে, পাঁশকুড়া, কাঁথি, হলদিয়া, নন্দকুমার, মহিষাদল ও তমলুক থানা এলাকার বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হয়। পুলিশের পক্ষ থাকে জানানো হয় সারা বছর ধরেই নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চলে। তবে দীপাবলির আগে অভিযান আরও তীব্র করা হয়েছে। যাতে কোনওভাবেই অবৈধ বাজি তৈরির কারবার চলতে না পারে অসাধু ব্যবসায়ীরা।পুলিশ জানিয়েছে, গত সাত দিনেই এক টন বা হাজার কিলোর বেশি নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। কাঁথি থানা ১৫৯০ কেজি, এগরা থানার পুলিশ এখনো পর্যন্ত ৭ লক্ষ টাকার বাজি বাজেয়াপ্ত করেছে,তমলুক থানায় ২৫০ কিলো, নন্দকুমারে ৭৫০ কিলো সহ আরো বিভিন্ন থানায় বাজি উদ্ধার চলছে।গতকাল রাত





