পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের সু-চড়াবাড়ের বৃদ্ধ নিরঞ্জন পাত্র (৮৮) শনিবার পথ দুর্ঘটনায় মারা যান। স্থানীয় কলাবেড়িয়া বাজারে দিঘা গামী দ্রুত গতির একটি দিঘা হাওড়া বাস তাঁকে ধাক্কা দেয়। ভগবানপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দেখে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত নিরঞ্জন পাত্র তিন বছর আগে গয়া গিয়ে নিজের শ্রাদ্ধ দিয়ে আসেন। সেইসঙ্গে নিজের আবক্ষ মূর্তি বানিয়ে বাড়ীর উঠোনে বসান। পাশে ফাঁকা জায় স্ত্রীর মূর্তি বসানোর জন্য। তাঁর বড় পুত্র বাসুদেব পাত্র এই তথ্য জানান। ময়না তদন্তের পর রবিবার সন্ধ্যায় বাড়িতে মৃতদেহ পৌঁছালে গ্রাম্য শ্মশানে শেষ কৃত্য সম্পন্ন হয় বৃদ্ধের। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, তিন পুত্র, এক কন্যা ও আত্মীয় স্বজনদের। তিনি একজন ভালো কৃষক ও সহজ সরল মানুষ ছিলেন।
তাঁর শেষ যাত্রায় শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজ সেবী প্রাক্তন কর্মাধ্যক্ষ প্রনব কুমার দাস, পঞ্চায়েত সদস্য দেবাশীষ পন্ডিত ও এলাকাবাসী।





