Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

ঘাটাল মাস্টার প্ল্যান: মনিটরিং কমিটিতে পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক কর্তারা অন্তর্ভুক্ত

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রনের প্রকল্প বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের জন্য গঠিত মনিটরিং কমিটিতে অবশেষে পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক ও তমলুক মহকুমার মহকুমা শাসককে নেওয়া হল। এবং আজ ওই সম্পর্কিত বিষয়ে ঘাটালের টাউন হলে এক উচ্চ  পর্যায়ের প্রশাসনিক বৈঠকেও তারা ছিলেন। রাজ্যের  সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটিতে পশ্চিম মেদিনীপুর জেলার জনপ্রতিনিধি সহ প্রশাসনিক বিভিন্ন আধিকারিকদের নেওয়া হলেও পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক কোন আধিকারিককে নেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছিল ‘ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি’। কমিটির আরো দাবী ছিল, ওই কমিটিতে তাদেরও একজন প্রতিনিধি নেওয়া হোক। কারন ২০০১ সাল থেকে ঘাটালের বাসিন্দা প্রাক্তন আই.পি.এস.অমিয় সামন্ত,সেচ দপ্তরের প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার ইব্রাহিম কুট্টি,জোৎস্না মুখার্জির নেতৃত্বে গঠিত ওই কমিটি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের দাবীতে লাগাতর আন্দোলন পরিচালনা করে আসছে।
           সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,গত ১৪ ফেব্রুয়ারী রাজ্যের মাননীয়া মূখ্যমন্ত্রী ও সেচমন্ত্রীকে আমরা চিঠি দিয়ে দ্রুত রাজ্য সরকার যাতে শ্বেতপত্র প্রকাশ করে মাস্টার প্ল্যানের এই কাজ শুরুর মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রকল্প রূপায়ণ করে সেই দাবী জানিয়েছি। এবং এজন্য জেলা-মহকুমা-ব্লক লেবেলে আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠনেরও দাবী জানানো হয়েছে।
            নারায়নবাবু জানান,পূর্ব মেদিনীপুর জেলার নূতন কাঁসাইয়ের রামচন্দ্রপুর(ময়না)থেকে অন্তত মাইশোরা পর্যন্ত অংশটি সংস্কারের কাজ যাহাতে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম দফায় ধরা হয়,সে ব্যাপারে যথাযথ গুরুত্ব দিয়ে সভায় তুলে ধরতে জেলা ও মহকুমা শাসককে আজ অনুরোধ করা হয়েছে।

Related News