Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

।। প্রেস ক্লাবে প্রকাশিত হলো
” জঙ্গল মহল ও উপর মহল ” ।।

ইন্দ্রজিৎ আইচ :- কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো কুমারেশ ঘোষ এর তৃতীয় বই ” জঙ্গলমহল ও উপর মহল”।

দে পাবলিকেশন থেকে প্রকাশিত
এই বইটির প্রকাশ করেন বর্ষীয়ান সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক ও বই এর লেখক কুমারেশ ঘোষ।


বইটি উদ্বোধন করে সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায় বলেন এই জঙ্গল মহল বইতে অনেক তথ্য আছে যা মানুষের অজানা। একেই বলে সাংবাদিকতা। যেটা যে কোনো সাংবাদিক ব্যাক্তিগত উদ্যোগে করতে পারেন। এতে একটা আনন্দ আছে। অনেক স্বাধীন ভাবে কাজটা করা যায়। অনেক অজানা খবর নিজের মতন করে লেখা যায়। যদিও আর্থিক একটা খরচ থাকে, গোপন তথ্য তুলে আনতে কিছুটা বেগ পেতে হয় অথবা কিছুটা রিস্ক থাকে। এর জন্যে সাহস, বুদ্ধি, পরিশ্রম, সততার প্রয়োজন আছে।

মঞ্চে উপস্থিত সকলেই এই বই এর ভুয়সী প্রশংসা করেন। বইটির সুন্দর প্রচ্ছদ করেছেন প্রণব হাজরা। সবমিলিয়ে এই বইটি সকলের
সংগ্রহের যোগ্য।

Related News

Also Read