ইতিমধ্যে আমাদের রাজ্য এবং জেলায় একুশে জুলাই কে সামনে রেখে অনেক বর্ধিত সভা হয়েছে। ফলে রাজ্য এবং জেলার নির্দেশক্রমে আজকে আমরা ব্লকেও একুশে জুলাই কে সামনে রেখে মিটিং করলাম। ২ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই একুশে জুলাই অত্যন্ত প্রাসঙ্গিক, ফলে এই একুশে জুলাই কে বাড়তি প্রাধান্য দিয়ে, মিটিং করলাম এবং বার্তা দিলাম সমস্ত কর্মী সমর্থকরা যাতে একুশের মঞ্চ ভরিয়ে তোলে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লক তৃণমূলের উদ্যোগে নেগুয়াতে দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় এমনই মন্তব্য করলেন এগরা ১ ব্লক তৃণমূলের সহ-সভাপতি সত্য চক্রবর্তী।

তিনি জানিয়েছেন, এই ব্লক মিটিংয়ে সমস্ত অঞ্চল সভাপতিদের নির্দেশ দিলাম, বুথ স্তরের নেতা কর্মীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন কে তুলে ধরতে হবে এবং একুশে জুলাই এর শ্লোগান কে সামনে রেখে প্রতিটি বুথ এবং অঞ্চল পর্যায়ে মিটিং এবং মিছিল করতে হবে।।

তিনি আরও জানিয়েছেন, প্রতিটি একুশে জুলাই গত ২১ জুলাইয়ের ধারাকে ছাপিয়ে দেয়, প্রতিবছরই রেকর্ড তৈরি করে একুশে জুলাই, ফলে আমরা আশাবাদী এই একুশে জুলাই সর্বাঙ্গীণ সফল হবে এবং, সর্ববৃহৎ মানুষজন যাবে। কর্মীদের উদ্দেশ্যে একুশে জুলাই এর মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ দিবেন। ফলে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়াই আমাদের মূল লক্ষ্য বলে দাবি করেন তৃণমূল নেতা সত্য চক্রবর্তী। পাশাপাশি এদিন কাঁথি কার্ড ব্যাঙ্কের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান অর্ধেন্দু দাস মহাপাত্রকে ব্লক তৃণমূলের তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

এদিনের সভায় উপস্থিত ছিলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, দলের জেলা তৃণমূলের সহ-সভাপতি সিদ্ধেশ্বর বেরা, প্রভুপদ দাস, অশোক দাস, যোগেন্দ্রনাথ মাইতি, শান্তনু মাইতি, উদয় শঙ্কর সর, স্বপন সিং, ইন্দুভূষণ প্রধান, গৌতম পাত্র -সহ সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান।





