Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

নিমতৌড়ির দিব্যাঙ্গদের হাতে তৈরী সামগ্রী এবার বিক্রী হবে প্লাটফর্মের স্টলে ।

ভারতীয় রেলের আত্মনির্ভর প্রকল্পের সুযোগ নিয়ে দিব্যাঙ্গদের ভবিষ্যৎ গড়ার উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি ।সম্প্রতী ভারতীয় রেল দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল স্টেশনের প্ল্যাটফর্মে এক স্টেশন এক পণ্য প্রকল্প শুরু করেছে । নির্দিষ্ট এই প্লাটফর্ম গুলিতে স্টলের মাধ্যমে হাতে তৈরি পণ্য বিক্রির ব্যাবস্থা করেছে রেল।

নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি তাদের হোম আবাসিক ও দিব্যাঙ্গদের দ্বারা তৈরি পরিবেশ বান্ধব উপকরণ জুট, খড় ,সুতো দিয়ে সুন্দর সুন্দর চিত্র সামগ্রী,দেওয়াল চিত্র ,বিভিন্ন সমাহার মডেল ধূপকাঠি প্রভৃতি বিক্রীর জন্যে এই প্রকল্পে স্টল নিয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের গুরুত্বপূর্ণ দুটি স্টেশন মেছেদা এবং তাম্রলিপ্ত দুটি স্টেশনে স্টল পেয়েছে নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি ।

নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক জানান ভারতীয় রেলওয়ে বোর্ড বিজ্ঞাপন দেখে আমরা যোগাযোগ করি। আমাদের আবেদন মূলে মেছেদা ও তাম্রলিপ্ত স্টেশনে দুটো স্টলের বরাদ্দ পেয়েছি।

বলেন আমাদের ক্যাম্পাসে প্রতিবন্ধী ও হোম আবাসিকরা সারা বছর পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে বিভিন্ন পণ্য উৎপাদন করে সেগুলো আমরা বিভিন্ন মেলা উৎসব অনুষ্ঠানে বিক্রি করে অর্থ উপার্জন করে থাকি আর লভ্যাংশের একটা অংশ প্রতিবন্ধী হোম আবাসিকরা পায়, স্বাভাবিকভাবে এই দুটো স্টল থেকে বিক্রির লভ্যাংশ ওদের আয় বাড়বে ।

নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক রো বলেন স্টল পাওয়ায় আরো বেশি সংখ্যক হোম আবাসিক ও দিব্যাঙ্গরা এই কাজে সারা বছর ধরে নিযুক্ত থাকতে পারবে। এটাই আমাদের বড় প্রাপ্তি আমরা ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় রেল বোর্ড কে ধন্যবাদ জানাচ্ছি, দক্ষিণ পূর্ব রেল শাখা কে এই স্টল বরাদ্দ দেয়ার জন আয়ে আনা বেশি সংখ্যক হোম আবাসিক ও দিব্যাঙ্গরা এই কাজে সারা বছর ধরে নিযুক্ত থাকতে পারবে। এটাই আমাদের বড় প্রাপ্তি আমরা ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় রেল বোর্ড কে ধন্যবাদ জানাচ্ছি, দক্ষিণ পূর্ব রেল শাখা কে এই স্টল বরাদ্দ দেওয়ার জন্য।

Related News