কাঁথির “মুক্তধারা” সংস্থার উদ্যোগে শনিবার কাঁথি সারস্বতী ক্লাবের অঙ্গনে পালিত হয় ১৬৫তম রবিকবি-প্রণাম। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ ভাবনা ও আন্তর্জাতিক ভাবনায় সমৃদ্ধ অনাড়ম্বর এই বৈশাখী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ অমলেন্দুবিকাশ জানা । অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক শুভেন্দু ঘোষ, প্রধান শিক্ষক সোমনাথ দাস,প্রাক্তন প্রধান শিক্ষক বীরকুমার শী,প্রাক্তন ব্যাংক ম্যানেজার দীপক হোতা, বিশিষ্ট সমাজ সেবী গৌতম রায়–বিশিষ্ট সমাজসেবী,কৌস্তুভকান্তি মাইতি প্রমুখ। রবীন্দ্রনাথের স্বাদেশিক ও আন্তর্জাতিক ভাবনার উপর অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। কবিতায় ও গানে শ্রদ্ধা নিবেদন করেন মিঠু মন্ডল ঘোষ,সুনীতা রায়-প্রধান ,সাথী মাইতি, রূপসা দেওয়া মণ্ডল,দেবকুমার দাস,হেনা ধাড়া,প্রীতি জানা টিংকু,বিমল মণ্ডল,অর্চনা নাগ-মাইতি,মিনতি মাইতি,রীতা রায়, সৌম্যজিৎ মণ্ডল,জয়ন্তী গিরি, দেবাশিস মিশ্র,পার্থসারথি দে,সুমিত্রা সাউ গিরি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সম্পাদিকা সঙ্গীত শিল্পী মায়া দে এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি শঙ্কর ঘোষ।
