পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রান ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত দারিয়াপুর উন্নয়ন কেন্দ্রের সঙ্গে যুক্ত শুভম ও বীরাঙ্গনা ২ টি গুচ্ছ সমিতির পরিচালনায় দারিয়াপুর বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়স্থলে সোমবার বিকাল ৩ টায় গুচ্ছ সমিতির বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ২০ টি দলের মোট ২০০ জন সদস্যা উপস্থিত ছিল। এই অনুষ্ঠানে দল ও ক্লাস্টার স্বসক্তিকরণ সহ দলের মূলনীতি ও বাল্য বিবাহ রোধ অল্প বয়সে বিয়ের কুফল নিয়ে সুবিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শশাঙ্ক শেখর দে, রামচক গোপালচক গ্রামের সদস্যা মালতি মন্ডল, দারিয়াপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের সি. এইচ ও প্রিতি মন্ডল, উষসী ্সরগী,কাজলা জনকল্যাণ সমিতির প্রতিনিধি অশ্রু দাস মৌটুসী জানা, বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্রের প্রাক্তন শিক্ষক অনুকূল সেনাপতি,কর্মী প্রদীপ মন্ডল, সভানেত্রী শুভ্রা ঘোড়াই প্রমুখ। উপপ্রধান শশাঙ্ক শিখর দে মহাশয় অল্প বয়সে বিয়ে ও মাতৃত্বের কুফল নিয়ে আলোচনা করেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে সভা শেষ করেন।
