পূর্ব মেদিনীপুর জেলায় পরিবেশ মেলা শুরু হল তমলুক শহরে।
তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তমলুক বৈকুন্ঠ সরবর এলাকায় আয়োজন করা হয়েছে ফুল মেলা। মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন তমলুকের পুর প্রধান দীপেন্দ্র নারায়ন রায় , উপ পুরপ্রধান লীনা মাভৈ রায়,প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ,ও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা।

মেলায় বিভিন্ন ধরনের ফুল ছাড়াও নানা রকম এর আনাজ ও পরিবেশ বিষয়ক চিত্র প্রদর্শনী রয়েছে।এ ছাড়াও আছে পরিবেশ নিয়ে আলোচনা।


Post Views: 26