Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করলো নুলিয়ারা  

সোমবার দুপুরে দিঘার সমুদ্রে পরিবার নিয়ে স্নান করতে নামেন মুর্শিদাবাদের বাসিন্দা সুকান্ত সাহা। আচমকাই অসুস্থ হয়ে সমুদ্রের জলে তলিয়ে যেতে থাকেন তিনি। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ায়।

 

আতঙ্কে চিৎকার করে ওঠেন পরিবারের সদস্যসহ পর্যটকরাও।সেই সময় কর্তব্যরত নুলিয়ারা দ্রুত সমুদ্রে নেমে পড়েন। তাঁদের তৎপরতায় সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় সুকান্ত সাহাকে। এরপর দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে।

 

চিকিৎসকরা জানান, সময়মতো উদ্ধার না করলে বড় বিপদ ঘটতে পারত। আপাততভাবে তাঁর জ্ঞান ফিরে এসেছে এবং চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Related News

Also Read