উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ আরবান কো অপারেটিভ কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হল।ব্যাঙ্কের ডেলিগেট নির্বাচনে ১০৮টি আসনের মধ্যে ১০১টিতে জয়ী হয়ে আগেই কাঁথি সমবায়ের পরিচালন কমিটির ক্ষমতা দখলে নিয়েছে তৃনমূল।দলের নির্দেশ মত নির্বাচীত ডেলিগেটরা ১৫ জন ডাইরেক্টার নির্বাচিত করছে আগে।এদের মধ্যে থেকেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন করা হবে আগামী ১৩ তারিখ।তার আগেই রবিবার কাঁথির সেচ দপ্তরের বাংলোয় তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে ডিরেক্টরদের নিয়ে বৈঠক হয়।চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান নির্বাচন নিয়ে যাতে কোন কোন্দল না হয় তার আগেই মুখ্যমন্ত্রী তথা তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই বৈঠক।
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সমবায় ইউনিয়নের সহ-সভাপতি আশিস চক্রবর্তী, কাঁথি সমবায় ব্যাঙ্ক নির্বাচন কমিটির আহ্বায়ক অখিল গিরি, সুকুমার দে-সহ জেলা নেতৃত্ব। ১৫ জন ডিরেক্টরের মধ্যে এই বৈঠকে হাজির ছিলেন ১১ জন। তবে তাৎপর্যপূর্ণভাবে বৈঠকে হাজির ছিলেন না ডিরেক্টর তরুণ কুমার জানা, মীর মোমরেজ আলি-সহ চারজন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সমবায় ইউনিয়নের সহ-সভাপতি আশিস চক্রবর্তী জানিয়েছেন,দল কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতির আর ভাইস চেয়ারম্যান হিসেবে তরুণ কুমার জানার নাম বেছে নিয়েছে।বলেন আমি উপস্থিত ডাইরেক্টারদের কাছে দলের সিদ্ধান্তের কথা জানিয়েছি।তাঁরা সেই সিদ্ধান্ত মেনেও নিয়েছে।
আশীষ বাবু আরো জানান আমাদের ১৫ জন ডিরেক্টরের মধ্যে ১১ জন বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের সামনে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ জানিয়েছি। আর বাকি চারজন আমাদের এই বৈঠকে ভার্চুয়ালি যোগদান করেন।
সূত্রের খবর, কাঁথির বৈঠকে তাঁর পাঠানো প্রতিনিধি মারফৎ ব্যাঙ্ক পরিচালন নিয়ে কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। কারও নাম নেননি তিনি। কিন্তু, কাঁথি সমবায় ব্যাঙ্কের আগের আমলে কোন দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলেন। এমনকী দুর্নীতি হয়ে থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে ব্যাঙ্ক পরিচালনার নির্দেশ দিয়েছেন।
