Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

কোলাঘাটের সিদ্ধাতে গেরুয়া আবির ও লাল আবির উড়লো একসাথে ।

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা ১ নম্বর গ্রামপঞ্চায়েত দখল করলো বিজেপি জোট।গত কয়েক দিন ধরে এই পঞ্চায়েত কে দখল করবে তাই নিয়ে জল্পনা ছিলো।

এই পঞ্চায়েতে নির্দল ও সিপিএমকে সাথে নিয়ে বোর্ড গঠন করলো বিজেপি।মোট আসন ছিলো ১৭ টি। তৃণমূল কংগ্রেসের দখলে আসে ৮ টি,বিজেপি পায় ৭ টি,নির্দল ১ টি এবং সিপিএম ১ টি আসন পায়।সিদ্ধা ১ গ্রামপঞ্চায়েতে শেষমেষ নির্দল প্রার্থী নৌরিন সুলতানাকে প্রধান ও বিজেপির উপপ্রধান স্মৃতিধর চক্রবর্তীকে নির্বাচিত করা হয়।সিপিএমের পক্ষ থেকে নির্দল প্রধানকে সমর্থন করে।

রাজ্যের শাসক দল তৃনমূলকে হারাতে বিজেপি বাকী সকল বিরোধী অর্থাৎ সিপিএম ও নির্দলকে সাথে নিয়েই পঞ্চায়েত দখল করলো।

Related News

Also Read