পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের জিঞাদা বাজার সংলগ্ন স্থানে নূতন করে সরকারী মদ দোকানের লাইসেন্স দেওয়ার উদ্যোগের প্রতিবাদে জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির পক্ষ থেকে আজ জেলা শাসক ও আবগারী দপ্তরের সুপারিনটেনডেন্টের কাছে স্থানীয় মানুষজনদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়।
কমিটির আহ্বায়ক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,১৬ নম্বর জাতীয় সড়কের মুম্বাই রোড পার্শ্বস্থ জিঞাদা বাজারে যেখানে মলিনা দাস নামে একজনকে ওই দোকানের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে আবগারি দপ্তর,তার পাশেই রয়েছে ঘনবসতিপূর্ণ পাড়া,আর সামান্য দূরে একটি প্রাথমিক,উচ্চ প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ রয়েছে।
এ ব্যাপারে স্থানীয় সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েত,কোলাঘাট পঞ্চায়েত সমিতিকে না জানিয়েই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। কোনভাবেই ওই স্থানে সরকারিভাবে মদের দোকান খুলতে দেওয়া যাবে না। সেজন্যে এলাকার সর্বস্তরের মানুষজনদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হল আজ। এতৎসত্বেও দপ্তর ওই উদ্যোগ থেকে বিরত না হলে কমিটি সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে যুক্ত করে আন্দোলনে নামতে বাধ্য হবে।





