Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

ভোটের ফল ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করল পূর্ব মেদিনীপুরে।

ভোট পরবর্তী হিংসা রুখতে এবং এলাকাকে শান্ত রাখতে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করল। ভোটের ফল ঘোষণার আগেই রবিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার  এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রাম ও তার সংলগ্ন এলাকায়  এগরা থানার আইসির নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করলো। উল্লেখ্য গত ২০২৩ সালের ১৬ই মে ১১ টা নাগদ বিস্ফোরণ ঘটে খদিকুল গ্রামে। সেদিন বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিক ভানু বাগ সহ ১৩ জনের মৃত্যু হায়।পুলিশ তদন্ত নেমে ভানু বাঘের ছেলে এবং তার বৌমাকে গ্রেপ্তার করেন।তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে মৃত ও আহতদের পরিবার বর্গের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দিয়ে যান।

তারপর ত্রিস্তর  পঞ্চায়েত নির্বাচনে সাহাড়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায়। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।এবারও লোকসভা নির্বাচনে উত্তেজনা ছিল এই এলাকায়। সেই কারণে এলাকাকে শান্ত রাখতে কেন্দ্র বাহিনীর রুট মার্চ করে। কেন্দ্র বাহিনী এলাকাবাসীর সঙ্গে কথাও বলেন। নিরাপত্তার আশ্বাসও দেন তারা বলে জানা গেছে।

Related News