Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

কোজাগরি লক্ষ্মীপূজোর আগে ফল সবজির দাম আগুন।।

প্রদীপ কুমার সিংহ :- রাত পোহালেই কোজাগরি লক্ষ্মী পূজো। ফুল, ফল, সবজি বাজারে আগুন। সাধারণ মানুষের নাগালের বাজার।
ছাঁচের লক্ষ্মী ঠাকুর সাইজ অনুযায়ী দাম হয়।ছোট ঠাকুর ৮০ টাকা একটু বড় দেড়শ টাকা, দুশো টাকা, আবার বড় ছাঁচের ঠাকুর প্রায় ১২০০টাকা বিক্রি হচ্ছে। কাঠমার ঠাকুর বিক্রি ৪০০টাকা থেকে শুরু যত বড় হবে তত দাম বেশী হবে।


গাঁদা ফুলের মালা ৩০টাকা থেকে শুরু কুচ ফুল ২৫- ৩০ টাকা। রজনীগন্ধার মালা ৭০ –৮০ টাকা থেকে শুরু।
ফল, আপেল ১২০ টাকার কেজি থেকে শুরু নেসপাতি ২০০টাকা কেজি আঙ্গুর ২০০, কমলা লেবু ১০ টাকার পিস, শসা ৫০টাকা,কেজি শাঁকালু ২০০কেজি, বেদানা ২৫০ টাকা কেজি। পানিফল ৮০ টাকা কেজি।সমস্থ সবজি দাম ও সাধারণ মানুষের হাতে আগুন ছেঁকা বেগুন ৬০ টাকা কেজি, পটল ৬০টাকা, কুমড়ো ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা কেজি বাঁধাকপি ৬০ টাকার কেজি। ফুলকপি ৫০–৬০ টাকা করে পিস। বারুইপুর সহ সব এলাকায় প্রায় একই দাম।

Related News

Also Read