মহিলাদের নিরাপত্তার কথা ভেবে মনের কথা হেল্পলাইন চালু করেছে রাজ্য সরকার। মনের কথা হেল্পলাইনে ফোন করে পুলিশি সহায়তা পেয়ে খুশি এক দম্পতি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রসুলপুর বাসস্ট্যান্ডের কাছে একটি অটোর সঙ্গে বাইকের ধাক্কা হয়। এই ঘটনায় যদিও কারো কিছু হয়নি তবুও বাইকে থাকা দম্পতির সঙ্গে অশালী আচরণ করতে থাকে অটোচালক। এই অশালীন আচরণের প্রতিবাদ করলে, অশালীনতার তীব্রতা বাড়ে। বাধ্য হয়ে মনের কথা হেল্প লাইনে ওই গৃহবধ ফোন করেন। ফোন পেয়েই তৎপরতার সঙ্গে কাঁথি থানার পুলিশ হাজির হয় ঘটনাস্থলে। অটো চালককে গ্রেফতার করে অটোটিকে আর করে বলে জানিয়েছেন কাঁথি থানার আইসি প্রদীপ দান।
তিনি আরো বলেন শুক্রবার মারিশদা থানার বিধুবাহিরী গ্রামের বাসিন্দা ধৃত সুকুমার বেরাকে কাঁথি মহাকুম আদালতে তোলা হয়। এই ঘটনায় দম্পতি খুশি এবং পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। কাঁথি থানার আইসি জানিয়েছেন যে কেউ অসুবিধার সম্মুখীন হলে মনের কথা হেল্পলাইনে ফোন করুন। পুলিশ তাদের সহায়তা দেবে।