Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

জগদ্দলে খুন, মুখ খুললেন অর্জুন সিং

গতকাল জগদ্দল থানা অন্তর্গত রুস্তম গুমটি অঞ্চলে রিজায়ান আলী নামের যুবককে ভর সন্ধ্যেবেলায় গুলি করে খুন করে দুষ্কৃতীরা, এরপর থেকে অঞ্চলের তীব্র আতঙ্ক। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশে এসছে।
আজ থমথমে পরিবেশ বন্ধ সমস্ত দোকান ঘটনাস্থলে মোতায়েন রয়েছে জগদ্দল থানার পুলিশ সহ রেফ।
ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন বেশ কিছুদিন ধরেই অঞ্চলে সমাজবিরোধীদের দৌরত্ব বেড়েছে যার ফলে ১৫ দিনের মধ্যেই ভাটপাড়া জগদ্দল অঞ্চলে তিন যুবক প্রাণ হারালেন। সমাজ বিরোধীদের দৌরত্ব কমাতে সক্রিয় হবে পুলিশ প্রশাসন

Related News

Also Read